বৃষ্টির মধ্যে বাড়ি ফিরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো

ব্রাহ্মণবাড়িয়া

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাসের চাপায় একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) বেলা ১১ টার দিকে উপজেলার বেড়তলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত মো. রেজাউল (৩৫) নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার রামচরণপুর গ্রামের আইনউদ্দিনের ছেলে। তিনি সিলেটে একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন।

খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মো. মনিরুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহত রেজাউল মোটরসাইকেলে করে সিলেট থেকে নওগাঁ তার গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার বেড়তলা নামক স্থানে বৃষ্টির মধ্যে ঢাকামুখী মোটর সাইকেলটিকে পেছনের দিক থেকে একটি যাত্রীবাহী বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রেজাউল নিহত হন।