খাগড়াছড়িতে প্রতিবেশীর লাঠির আঘাতে নারীর মৃত্যু

খাগড়াছড়ি

খাগড়াছড়িতে ঝগড়া থামাতে গিয়ে প্রতিবেশীর লাঠির আঘাতে নিকি ত্রিপুরা নামে এক নারী নিহত হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, রবিবার রাত সাড়ে ১০টার দিকে জেলা সদরের খাগড়াপুরে মদ্যপ ফুলেন্দ্র ত্রিপুরা (৪৫) ও তার স্ত্রী জীবন মালা ত্রিপুরার মধ্যে মারামারি ঘটনা ঘটে। এসময় তাদের ঝগড়া থামাতে যান প্রতিবেশী মোহন ত্রিপুরা ও তার স্ত্রী নিকি বালা ত্রিপুরা। তবে তারা উল্টো প্রতিবেশীদের ওপরে চড়াও হলে আহত হন মোহন ত্রিপুরা (৪০) ও তার স্ত্রী নিকি বালা ত্রিপুরাসহ (৩৮) তিনজন ব্যক্তি। আহতদের খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়া হলে ভোর রাতে নিকি বালা ত্রিপুরা মারা যান।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রশীদ জানান, এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে অমর বিজয় ত্রিপুরা, ফুলেন্দ্র ত্রিপুরা ও জীবন মালা ত্রিপুরাকে গ্রেফতার করা হয়েছে।