ক্যাম্পে ক্ষেতলাল উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ১১৩ জন গর্ভবতী মাকে চিকিৎসা এবং বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।
ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনোয়ার মাহবুব সার্বিক তত্ত্বাবধানে মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) বগুড়ার গাইনোকোলজিস্ট লে. কর্নেল ডা. মোছা. রলিফা আকতার, মেডিক্যাল অফিসার লে. কর্নেল ডা. মোছা. তাহমিনা আক্তার ও ক্যাপ্টেন ডা. মুমতারিন মুনমুন। এ সময় উপস্থিত ছিলেন ওয়ান বীর ব্যাটালিয়নের ক্যাপ্টেন মুরছালিন ও লে. সাখাওয়াত।
ওয়ান বীর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনোয়ার মাহবুব সাংবাদিকদের বলেন, ‘করোনার কারণে প্রত্যন্ত এলাকায় গর্ভবতী মায়েরা প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিতে পারছেন না। তাদের কথা বিবেচনায় রেখে সেনাবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে মুজিববর্ষ উপলক্ষে জেলা ও উপজেলা পর্যায়ে অস্থায়ী মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে দুঃস্থ মাদের বিনামূল্যে এই চিকিৎসা সেবা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।’