নৈশপ্রহরী খুন ও তিন ডাকাত নিহতের ঘটনায় দুই মামলা

নৈশপ্রহরীকে খুন ও তিন ডাকাত নিহতের ঘটনায় দুই মামলাফেনীর দাগনভুঞায় একটি দোকানে ডাকাতির চেষ্টাকালে বাধা দেওয়ায় নৈশপ্রহরীকে গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা ও ডাকাতি এবং পরে পুলিশের গুলিতে তিন ডাকাত নিহতের ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) রাতে দাগনভূঞা থানায় ডাকাতি ও অস্ত্র আইনে এই মামলা দায়ের হয়েছে।  

ডাকাত সন্দেহে গ্রেফতার পটুয়াখালী জেলার দুলাল পেড়াসহ (৪৫) বেশ কয়েকজনকে আসামি করে এই মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছেন দাগনভূঞা থানার ওসি আসলাম সিকদার।

তিনি জানান, গোলাগুলিতে নিহত তিন ডাকাত বরগুনা জেলার আমতলী থানার দুলাল মাতব্বর (৪৫), বাবুল মোল্লা (৪০) ও নওগাঁ জেলার মো. বিদ্যুৎ (৩২) এর লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। গ্রেফতারকৃত দুলাল পেড়াকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার ভোরে ফেনী-মাইজদী মহাসড়ক সংলগ্ন বাজারে শরিয়ত অ্যান্ড ব্রাদার্স নামে একটি মুদি দোকানের মালামাল লুট করে ট্রাকে তুলছিল ডাকাতরা। এসময় নৈশপ্রহরী আবদুল মান্নান ডাকাত দলকে দেখে চিৎকার শুরু করেন। এ কারণে ডাকাতরা তাকে গামছা পেঁচিয়ে হাত পা বেঁধে শ্বাসরোধে হত্যা করে। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা মসজিদের মাইকে ঘোষণা দেওয়াসহ পুলিশকে খবর দেন। এ সময় ডাকাত দল ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ও স্থানীয়রা মিলে তাদের ধাওয়া করে। পরে ডাকাতদের ধরতে পুলিশ গুলি ছোড়ে, ডাকাতরাও গুলি চালায়। এসময় গুলিবিদ্ধ হয় তিন ডাকাত নিহত হয়। পুলিশ একজনকে গ্রেফতার করে।

ঘটনাস্থল থেকে একটি পাইপগান, দুটি ছোরা, তালা কাটার যন্ত্র সহ ডাকাতির সরঞ্জাম, ডাকাতি করা মালামাল ভর্তি ট্রাক উদ্ধার করা হয়।

স্থানীয় মাতুভূঞা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল্লা আর মামুন জানান, নিহত নৈশপ্রহরী আবদুল মান্নানের তিন মেয়ে রয়েছে। বড় মেয়ে নুসরাত সুলতানা রিয়া দক্ষিণ নেয়াজপুর মকবুল আহাম্মদ উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণিতে, মেঝ মেয়ে সাবিনা ইয়াছমিন প্রিয়া দক্ষিণ নেয়াজপুর মকবুল আহাম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে ও ছোট মেয়ে সানজিদা ইয়াছমিন প্রেমা জমিরিয়া সোলতানিয়া ইসালামীয়া মাদ্রাসায় প্রথম শ্রেণিতে পড়ছে। বাবাকে হারিয়ে শিশুগুলো অসহায় হয়ে পড়েছে।

আরও পড়ুন- নৈশপ্রহরীকে শ্বাসরোধে হত্যার পর পুলিশের গুলিতে তিন ডাকাত নিহত