সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতাকর্মীরা জানান মঙ্গলবার (১৬ জুন) দুপুরে নগরীর প্রেসক্লাব চত্বরে ফ্রন্টের নেতাকর্মীরা মেস ভাড়া মওকুফ করে রাষ্ট্রীয় প্রজ্ঞাপন জারি এবং বোরোবির বাংলা বিভাগের প্রভাষক সিরাজুম মুনিরার ফেসবুকে পোস্ট দেওয়ায় তার নামে ডিজিটাল আইনে মামলা দায়ের করে গ্রেফতারের প্রতিবাদে ও তার মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি শুরু করে। এসময় পুলিশ এসে লাঠিপেটা করে মানববন্ধন কর্মসূচি পণ্ড করে দেয়। এসময় ফ্রন্ট্রের মহানগর আহবায়ক সাজু বাস্ফরকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার এসআই এরশাদ হোসেন ছাত্র ফ্রন্ট নেতাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে পুলিশ তাকে গ্রেফতার দেখাবে কিনা, জানতে চাইলে এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন বলে জানান।