চাকরিতে পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের দাবিতে শ্রমিকদের সমাবেশ

102402245_275721647126932_4989403673323655272_n

নারায়ণগঞ্জে চাকরিচ্যুত শ্রমিকদের চাকরিতে পুনর্বহাল ও তাদের বিরুদ্ধে দায়ের মামলা প্রত্যাহার এবং গ্রেফতার শ্রমিকের মুুক্তির দাবিতে পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। শুক্রবার (১২ জুন) সকালে ফতুল্লার পশ্চিম মাসদাইর এনায়েতনগর এলাকার শোভন গ্রুপের শোভন সিল্ক এন্ড নিটিং মিলস কারখানার শ্রমিকরা এই বিক্ষোভ মিছিল করে।

শ্রমিকরা বলেন, শোভন গ্রুপের দুই শতাধিক শ্রমিককে করোনার কারণে এক মাসের সাধারণ ছুটির পর চাকরিতে যোগদান করতে দেওয়া হয়নি। এদের মধ্যে ২০-২৫ বছর কর্মরত শ্রমিকও রয়েছেন। মালিক আলাপ আলোচনার নামে কালক্ষেপণ করছেন। করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে শ্রমিকরা অনাহারে-অর্ধাহারে পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছে। প্রশাসনে ও বিকেএমইএ-তে লিখিত অভিযোগ দিলেও এ বিষয়ে সমাধানের জন্য কেউ এগিয়ে আসেনি।

একইদিন বিকালে ফতুল্লার কায়েমপুর এলাকার ফকির নিট ওয়্যারের শ্রমিকরা গার্মেন্টেসে হামলা-ভাঙচুরের মামলা প্রত্যাহার ও গ্রেফতার শ্রমিক সাগরের মুক্তির দাবিতে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ।