র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

বন্দুকযুদ্ধ

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ এক ডাকাত নিহত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার বড়তাকিয়া এলাকায় এই ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

র‍্যাব-৭ সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিহত ডাকাত দলের সদস্যের পরিচয় জানা যায়নি। তবে তার বয়স আনুমানিক ৩২ বছর বলে জানিয়েছে র‍্যাব।

মো. মাহমুদুল হাসান মামুন বাংলা ট্রিবিউনকে বলেন, ডাকাতদের একটি দল মিরসরাই উপজেলার বড়তাকিয়া এলাকায় অবস্থান করছে গোপনে এমন সংবাদ পেয়ে র‍্যাবের একটি টিম ওই এলাকায় অভিযানে যায়। এ সময় উপস্থিতি টের পেয়ে র‍্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে ডাকাতরা। তখন র‍্যাবও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে ডাকাত দলের এক সদস্যের মরদেহ উদ্ধার করা হয়। তার পরিচয় পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে দুটি অস্ত্র, আট রাউন্ড গুলি ও বেশ কিছু দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।