ঘুড়ি ওড়াতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু

বজ্রপাতকুষ্টিয়ার কুমারখালীতে ঘুড়ি ওড়াতে গিয়ে বজ্রাঘাতে সোহাগ (১১) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) বিকাল ৪টার দিকে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের কাশিমপুর গ্রামে এ ঘটনা  ঘটে।

স্থানীয় নন্দলালপুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার মো. সামছদ্দি এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত সোহাগ একই এলাকার মকছেদ আলীর ছেলে। সে  স্থানীয় বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় মেম্বার মো. সামছদ্দি জানান, ছেলেটি বাড়ির পাশেই মাঠে ঘুড়ি উড়াচ্ছিল। বিকালে হঠাৎ করেই বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রাঘাতে ঘটনাস্থলেই সোহাগের  মৃত্যু হয়।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (৪ জুন) বিকালে কুষ্টিয়ার কুমারখালীতে পৃথক স্থানে বজ্রাঘাতে দুই কৃষকের মৃত্যু হয়।