মানসিক ভারসাম্যহীন নারীকে নিয়ে পতাকা বৈঠক

received_705302653554790

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ি সীমান্ত দিয়ে মানসিক ভারসাম্যহীন এক নারীকে বাংলা‌দে‌শে পুশব‌্যাক করার চেষ্টা কর‌ছে ভারতীয় সীমান্তরক্ষী বা‌হিনী বিএসএফ। ত‌বে সীমান্তবাসী ও বর্ডার গার্ড বাংলা‌দেশ (‌বি‌জি‌বি) এর কারণে এখনও সীমা‌ন্তের শূন‌্যরেখার ৬০ গজ ভেত‌রে ভারতীয় সীমা‌ন্তে অবস্থান কর‌ছেন ওই নারী।

বি‌জি‌বি ২২ ব‌্যাটা‌লিয়‌নের প‌রিচালক লে. ক‌র্নেল মোহাম্মদ জামাল হো‌সেন এই তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

ত‌বে বি‌জি‌বি জানি‌য়ে‌ছে, এই বিষয়ে পতাকা বৈঠক হয়েছে। প্রাথ‌মিকভা‌বে প্রাপ্ত তথ‌্য অনুযায়ী ওই নারী বাংলা‌দে‌শি ব‌লে জানা গে‌ছে। তার প‌রিচয় ও ঠিকানা নি‌শ্চিত হওয়ার চেষ্টা চল‌ছে। উপযুক্ত প্রমাণ পেলে তাকে নেওয়া হবে।

বি‌জি‌বি ২২ ব‌্যাটা‌লিয়‌নের অ‌ধিনায়ক লে.ক‌র্নেল মোহাম্মদ জামাল হো‌সেন জানান, ওই নারীর সঙ্গে থাকা কিছু ডকু‌মেন্ট ও প্রাপ্ত তথ‌্য অনুযায়ী তার বা‌ড়ি রংপু‌রের মিঠাপুকু‌রে ব‌লে প্রাথ‌মিকভা‌বে জানা গে‌ছে। তার প‌রিচয় নি‌শ্চিত হ‌লে ‌বিএসএফ তা‌কে আনুষ্ঠা‌নিকভা‌বে বি‌জি‌বির কা‌ছে হস্তান্তর কর‌বে। তখন বি‌জি‌বি তা‌কে সং‌শ্লিষ্ট থানা পু‌লি‌শের কা‌ছে হস্তান্তর করবে।