দলবেঁধে ধান কাটতে রাজি না হওয়ায় কৃষি শ্রমিককে হত্যা

কুমিল্লা

দলবেঁধে ধান কাটতে রাজি না হয়ে নিজে আলাদা দল গঠন করার চেষ্টা করায় সুমন (২৭) নামে এক কৃষি শ্রমিককে পিটিয়ে গুরুতর আহত করে তার সঙ্গীরা। চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৭ এপ্রিল) কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে। কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মিরপুর গ্রামে গত ২৫ এপ্রিল ওই মারধরের ঘটনায় নেতৃত্ব দানকারী শাহীন ও তার সঙ্গীদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এলাকাবাসী ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, মিরপুর গ্রামের সুমন ও শাহীন এলাকায় ধানকাটার কাজ করে আসছিল। ২৫ এপ্রিল ইফতারের পর শাহীন ও তার লোকজন সুমনকে একই গ্রামের খোরশেদের বাড়িতে ডেকে আনে। সুমন তাদের ছেড়ে অন্যত্র ধানকাটার কাজ নেওয়ায় শাহীন ও তার লোকজন তাকে মারধর করে। এলাকাবাসী সুমনকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সুমন মারা যান।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ আজম উদ্দিন মাহমুদ বলেন,তুচ্ছ ঘটনায় সুমনকে হত্যা করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।