বগুড়ার শাজাহানপুরে মহাসড়ক থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বগুড়া

বগুড়ার শাজাহানপুরের সি ব্লক এলাকায় ঢাকা-রংপুর মহাসড়ক থেকে রবিবার সকালে অজ্ঞাত পরিচয় এক যুবকের (৩০) লাশ উদ্ধার করা হয়েছে। বিকাল পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি। পুলিশের ধারণা, ওই যুবক কোনও যানবাহন থেকে পড়ে গেছেন।

তার লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে। হাইওয়ে পুলিশের কুন্দারহাট ফাঁড়ির এসআই জাহিদ এর সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সকালে শাজাহানপুর উপজেলার সি ব্লক এলাকায় মহাসড়কের পাশে অজ্ঞাত এক যুবকের লাশ পড়েছিল। শরীরে ওপর দিয়ে গাড়ি চলে যাওয়ায় তার শরীরের এক পাশে থেতলে গেছে। তার পরনে নীল জিন্সের প্যান্ট ও শার্ট রয়েছে।

শাজাহানপুর থানার এসআই আবদুর রাজ্জাক জানান, বিকাল পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি। লাশ মর্গে রয়েছে। তার ধারণা, ওই যুবক কোনও গাড়ি থেকে পড়ে মারা গেছেন।