পুলিশ ও স্বজনরা জানান, সুমন সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নের ঠাকুরপাড়া গ্রামের জাহাঙ্গীর আলম বাদশার ছেলে। তিনি সোনাতলা সরকারি নাজির আকতার কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। সুমন একই গ্রামের মোজাহার আলী প্রামাণিকের ছেলে মাসুদ রানার (২২) সঙ্গে হাটকরমজা বাজারে মোবাইল ফোনের সিমকার্ড বিক্রির ব্যবসা করতেন। শনিবার বেলা ২টার দিকে সিম বিক্রির টাকার ভাগবাটোয়ারা নিয়ে সুমন ও মাসুদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষুব্ধ মাসুদ প্রকাশ্যে সুমনের বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা রক্তাক্ত সুমনকে উদ্ধার করে সিএনজি অটোরিকশায় তুলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।
ছিলিমপুর মেডিক্যাল পুলিশ ফাঁড়ির এসআই আবদুল আজিজ মণ্ডল জানান, অতিরিক্ত রক্তক্ষরণে পথেই ওই কলেজছাত্রের মৃত্যু হয়। হাসপাতালে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।