নাটোরে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে এক কয়েদিকে রবিবার (২২ মার্চ) জামিন দেওয়া হয়েছে। তার নাম ওসমান গণি। পরীক্ষা-নিরীক্ষা করার জন্য তাকে প্রথমে নাটোর সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে রাখা হয়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসা দিতে ঢাকায় পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার রাসেল এবং সিভিল সার্জন ডাক্তার মিজানুর রহমান।
এর আগে নাটোর জেলা কারাগারের জেল সুপার, জেলা পুলিশ সুপার, কোর্ট ইন্সপেক্টর ও সিভিল সার্জন বিষয়টি নিশ্চিত করেছেন।
জেল সুপার আব্দুল বারেক জানান, করোনা সন্দেহ হওয়ায় ওসমান গণি নামে এক কয়েদির দ্রুত জামিন হয়েছে।
কোর্ট ইন্সপেক্টর আমিনুর রহমান জানান, কয়েদির আত্মীয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ জামিন মঞ্জুর করেছেন।
পুলিশ সুপার লিটন কুমার সাহা জামিনের কাগজ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাস্থ্য বিভাগ এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করবে।
সিভিল সার্জন ডাক্তার মিজানুর রহমান জানান, সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে তাকে চিকিৎসা দেওয়া হয়। তবে যথেষ্ট যন্ত্রপাতি না থাকায় বিষয়টি আরও নিশ্চিত হওয়ার জন্য তাকে বিশেষ ব্যবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পরই তিনি করোনাভাইরাস আক্রান্ত কিনা তা জানা যাবে।