জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা যায়, জাতির জনকের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ-২০২০’ উদযাপনের অংশ হিসেবে তার বর্ণাঢ্য জীবন ও অবিস্মরণীয় অবদান সম্পর্কে বহির্বিশ্বে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘ভিজিট বাংলাদেশ” কর্মসূচির আওতায় এ প্রতিনিধি দলটি বাংলাদেশ সফর করছেন। বাংলাদেশ সরকারের আতিথেয়তায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে তারা এই সফরে এসেছেন।
প্রতিনিধি দলটি টুঙ্গিপাড়া সফর শেষে সুন্দরবন এলাকা পরিদর্শনে যাবেন বলেও জানা গেছে।