পাটুরিয়া-দৌলতদিয়ার নৌশ্রমিকরা জানান, এই রুটে নৌযান শ্রমিক ফেডারেশনের কোনও শাখা নেই। তাই এখানে লঞ্চ বন্ধ রাখার ব্যাপারে তাদের কোনও নির্দেশনা নেই। এই রুটে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অন্যান্য দিনের চেয়ে প্রতিটি লঞ্চে যাত্রীর সংখ্যা বেশি ছিল।
প্রসঙ্গত, বাংলাদেশ জাহাজ শ্রমিক ফেডারেশনের ১৪ দফা এবং নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের ১১ দফা বাস্তবায়নের দাবিতে শুক্রবার মধ্যরাত থেকে ধর্মঘট পালন করছেন নৌযান শ্রমিকরা।