শ্রমিকরা জানান, জেলার সদর উপজেলার বিএডিসির নশিপুর ভিত্তিক পাটবীজ খামারের জাতীয় শ্রমিক লীগের (প্রাথমিক কমিটি) কার্যালয়ের প্রধান গেটের পাশে শুভেচ্ছা ও অভিনন্দনের একটি বড় ব্যানার পোস্টার লাগান শ্রমিক নেতারা। মঙ্গলবার সেখানে মানববন্ধন করে কর্তৃপক্ষ বরাবর বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন শ্রমিকরা।
বুধবার সকালে এসে তারা সেই ব্যানার পোড়া অবস্থায় দেখতে পান তারা। সেখানে থাকা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবিও পোড়া অবস্থায় ছিল। বিষয়টি তাৎক্ষণিক কোতয়ালি থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এই ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানিয়েছেন সেখানকার শ্রমিক লীগের সভাপতি নিতাই চন্দ্র শীল, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম, প্রচার সম্পাদক মঙ্গল মুরমুসহ অন্যরা।
তবে একটি সূত্রে জানা যায়, সেখানকার শ্রমিক লীগের কমিটি নিয়ে অভ্যন্তরীণ বিবাদ রয়েছে। এর জের ধরেও এই ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।