নিহত গৃহকর্মীর নাম লাকি আক্তার (৩৫)। লাকি সানমার ভ্যালেন্সিয়া নামে ওই ভবনের পঞ্চম তলার বাসিন্দা সরওয়ার জাহানের বাসায় কাজ করতেন। তার পরিবার হালিশহর থানাধীন ঈদগাঁ বৌবাজার এলাকায় থাকেন।
এসআই আজহারুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা জানতে পেরেছি, লাকি কার্পেট রোদে দিতে ওই ভবনের ছাদে যান। ছাদের পাশের ফাঁকা জায়গায় টিনের ছাউনি ভেঙে সে নিচে পড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করি।’
তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে এটিকে দুর্ঘটনা মনে হচ্ছে। এ ঘটনায় নগর পুলিশের ক্রাইম সিনের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তার মৃত্যুর বিষয়ে আর কোনও ঘটনা আছে কিনা আমরা সেটি খতিয়ে দেখছি।’