বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে দক্ষিণ কাজিরচর এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। দক্ষিণ কাজিরচরের স্থানীয় মাদ্রাসা থেকে দাখিল পাস করে হার্ডওয়ার ও ইলেকট্রিক দোকানে কাজের পাশাপাশি স্থানীয় মসজিদে ইমামতির দায়িত্ব পালন করে আসছিল সালাউদ্দিন। পরে ২০১৬ সালে সুলতান নাসির উদ্দিন ওরফে নাসিরের সান্নিধ্যে জেএমবি কার্যক্রমে জড়িয়ে পড়ে। জেএমবির দাওয়াতি শাখার সদস্য হিসেবে দেশের বিভিন্ন স্থানে কর্মী সংগ্রহের কাজ করতো সালাউদ্দিন।’ এছাড়া উগ্রপন্থী কর্মকাণ্ড দেশব্যাপী পরিচালনার পরিকল্পনা বাস্তবায়ন করছিল বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।