সাত দিন আমদানি-রফতানি বন্ধ হিলি স্থলবন্দরে

হিলি স্থলবন্দরহিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে আজ শনিবার থেকে টানা সাত দিন দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে। তবে পুজার সরকারি ছুটির দিন ছাড়া বন্দর ও কাস্টমসের কার্যক্রম খোলা থাকবে। এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের মধ্যে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। হিলি স্থলবন্দরের ম্যানেজার অশিত স্যানাল বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ বাংলা ট্রিবিউনকে জানান, ভারতে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে আজ ৫ অক্টোবর শনিবার থেকে আগামী ১১ অক্টোবর শুক্রবার পর্যন্ত টানা সাত দিন পণ্য আমদানি-রফতানি না করার সিন্ধান্তের কথা জানিয়েছেন ভারতীয় রফতানিকারকরা। এতে করে আজ থেকে বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। আগামী ১২ অক্টোবর শনিবার থেকে বন্দর দিয়ে আবার আমদানি-রফতানি বাণিজ্য শুরু হবে।

হিলি স্থলবন্দরের ম্যানেজার অশিত স্যানাল জানান, বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকলেও পূজার সরকারি ছুটির দিন ছাড়া অন্যান্য দিন বন্দর ও কাস্টমসের কার্যক্রম খোলা থাকবে। এসময় বন্দরে থাকা আমদানিকৃত পণ্য আমদানিকারকরা ইচ্ছে করলে খালাস নিতেও পারবেন।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি রফিকুজ্জামান বাংলা ট্রিবিউনকে জানান, আমদানি-রফতারি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টে দুই দেশের মধ্যে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।