খুলনায় আওয়ামী লীগ কার্যালয়ে বিস্ফোরণের ঘটনা তদন্তে একাধিক টিম

c172264511eca67de7f4606171bc8d88-5d9236670a301

খুলনা মহানগরীতে আওয়ামী লীগের ৩৪ নম্বর সাংগঠনিক ওয়ার্ডের শিরোমনি কার্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনার তদন্তে একাধিক টিম মাঠে কাজ রয়েছে। অ্যান্টি টেরোরিজম ইউনিট ও কাউন্টার টেরোরিজম ইউনিটসহ বেশ কয়েকটি গোয়েন্দা দল তদন্ত শুরু করেছে।

মঙ্গলবার (১ অক্টোবর) ঢাকা থেকে খুলনায় এসে সকাল থেকেই গোয়েন্দা ইউনিটের সদস্যরা বিস্ফোরিত আলামতসহ ঘটনার সার্বিক বিষয় পর্যবেক্ষণ করেন।

খুলনা মেট্রাপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার খন্দকার লুৎফুল কবির জানিয়েছেন, আইএস দায় স্বীকার করেছে কিনা তা তিনি জানেন না। তবে এ বিষয়টি তারা গুরুত্বের সঙ্গে তদন্ত করছেন।

কেএমপির মুখপাত্র মনিরুজ্জামান মিঠু বলেন, ‘ককটেল বিস্ফোরণের বিষয়টি পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। ঊর্দ্ধতন কর্মকর্তারা বিষয়টি সার্বিকভাবে মনিটরিং করছেন।

উল্লেখ্য, সোমবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর শিরোমনিতে আওয়ামী লীগ কার্যালয়ে ককটেল বিস্ফারণ ঘটে। এতে কার্যালয়ের মধ্য থাকা চেয়ার, টেবিল ক্ষতিগ্রস্ত হয়। তবে কোনও লোকজন আহত হওয়ার ঘটনা ঘটেনি।