ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি আহত

ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ী সীমান্তে বিএসএফ এর গুলিতে মো. দুলাল (৩০) নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। শনিবার (২৮ সেপ্টেম্বর) মধ্যরাতে বেউরঝাড়ী বিওপির চড়ইগেদী এলাকায় এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ দুলালকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে ।

ঠাকুরগাঁও ৫০ বিজিবি’র অধিনায়ক এসএমএন সামিউন্নবী চৌধুরী এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, শনিবার মধ্যরাতে সীমান্ত পিলার ৩৭৯/৮-এস এর পাশ দিয়ে ৩-৪ জন বাংলাদেশি চোরাকারবারি অবৈধভাবে ভারতের ভেতরে প্রবেশ করলে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় দুলাল গুলিবিদ্ধ হয়। দুলালের ডান কাঁধের নিচে গুলি লাগে। এই অবস্থায় সে পালিয়ে আসে।

বিজিবি জানায়, সংবাদ পেয়ে ওই ব্যাটালিয়নের বেউরঝাড়ী বিওপি হতে একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে কাউকে খুঁজে পায়নি।