নারায়ণগঞ্জে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠার পরিকল্পনা চলছে: নৌ প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জে বিআইডব্লিউটিএ’র নির্মাণাধীন প্রকল্প পরিদর্শন করছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীজাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী সামনে রেখে নারায়ণগঞ্জে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠার পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। শুক্রবার (৫ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বিভিন্ন নির্মাণাধীন প্রকল্প ও জমি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ‘নারায়ণগঞ্জ শহরের খানপুর বরফকল জেটি একটি ঐতিহাসিক জায়গা। নারায়ণগঞ্জ ছিল বঙ্গবন্ধুর বিচরণক্ষেত্র। এই জেটিতে বঙ্গবন্ধুর পদচারণা বহুবার পড়েছে। তাই নৌ-পরিবহন মন্ত্রণালয় থেকে নারায়ণগঞ্জে বঙ্গবন্ধু স্মৃতি খোলা জাদুঘর নির্মাণের পরিকল্পনা নিয়েছি।’
তিনি জানান, এই জাদুঘর সর্বসাধারণের জন্য ২৪ ঘণ্টা খোলা থাকবে। বঙ্গবন্ধুর সব তথ্য ও স্মৃতি এই জাদুঘরে তুলে ধরা হবে। এই জাদুঘরে এসে মানুষ বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন থেকে শুরু করে তার অসমাপ্ত জীবনী সম্পর্কে জানতে পারবে। এছাড়া নারায়ণগঞ্জের ইতিহাস ও ঐতিহ্যের বিষয়টিও এই জাদুঘরে স্থান পাবে। জাদুঘর প্রতিষ্ঠার জায়গা নির্ধারণের জন্য বিআইডব্লিউটিএ’র বিভিন্ন জায়গা দেখা হচ্ছে। এ ব্যাপারে নারায়ণগঞ্জের রাজনৈতিক নেতা, সুশীল সমাজ ও প্রবীণ নাগরিকদের সঙ্গে আলোচনা করা হবে।
এর আগে প্রতিমন্ত্রী সকাল থেকে দুপুর পর্যন্ত নারায়ণগঞ্জ শহরের সেন্ট্রাল খেয়াঘাট, বন্দরে মেরিন একাডেমির পাশে বিআইডব্লিউটিএ’র প্রশিক্ষণকেন্দ্র ডিইপিটিসি, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের একটি প্রকল্পের জমি পরিদর্শন, শহরের বরফকল মাঠ ও চৌরঙ্গী ফ্যান্টাসি ইকো পার্ক পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর এম মাহবুব-উল ইসলাম, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জসিম উদ্দিন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এ এফ এম এহেতেশামুল হক, বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক শেখ মাসুদ কামাল, উপ-পরিচালক মো. শহিদুল্লাহ ও সহকারী পরিচালক এহেশামুল পারভেজ প্রমুখ।