সড়ক ও জনপদ বিভাগ সূত্রে জানা যায়, ১৭৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত ১২ দশমিক ৩০ কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়কটি সাতক্ষীরা মেডিক্যাল কলেজের সামনে থেকে শুরু হয়ে সিটি কলেজের পেছন হয়ে কাশেমপুর গ্রাম দিয়ে পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন যশোর সড়কে গিয়ে মিশেছে। সেখান থেকে মুথরাপুর মোড় হয়ে খেজুরডাঙ্গি হয়ে বিনেরপোতা মেঘনা মোড়ে গিয়ে খুলনা-সাতক্ষীরা সড়কের সঙ্গে যুক্ত হয়েছে।
সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহ্বায়ক আনিসুর রহিম বলেন, ‘সাতক্ষীরার মানুষ অনেক বছর ধরে একটি বাইপাস সড়কের দাবি করে আসছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী জেলার মানুষ সুন্দর একটি বাইপাস সড়ক পেয়েছে। তবে বাইপাসের মূল নকশার পাশ কাটিয়ে ব্যস্ততম এই সড়কটি সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কে সংযুক্ত করায় ভোমরা বন্দর থেকে আসা পণ্যবাহী ট্রাক এবং এই সড়কে যাতায়াত করা প্রতিদিনের শত শত যাত্রীবাহী বাস এবং ট্রাক ঝুঁকির মধ্যে পড়েছে। এই বাইপাস সড়কের মূল প্রকল্পের নাম ছিল “কনস্ট্রাকশন অব সাতক্ষীরা টাউন বাইপাস উইথ এ লিঙ্ক টু ভোমরা ল্যান্ড পোর্ট”। বাস্তবে এই প্রকল্পে বাঁকাল থেকে ভোমরা বন্দর পর্যন্ত এবং জিরো পয়েন্টে একটি কালভার্ট তৈরি করা হলেও বাইপাস সড়কের সঙ্গে ভোমরা লিঙ্ক রোডের কোনও সংযোগ তৈরি হয়নি। এটা নিয়ে জেলাবাসী আন্দোলন করলে আগের জেলা প্রশাসকরা লিংক রোড তৈরির প্রতিশ্রুতি দেন কিন্তু বাস্তবে সেটা দেখা যাচ্ছে না। এটা আমাদের জন্য বড় বিপদ হয়ে দাঁড়াবে। এর কারণে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ গুরুত্ব হারাচ্ছে। প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা করছি।’
তিনি আরও বলেন, ‘বাইপাস সড়কটি ঝুঁকিমুক্ত রাখতে মেডিক্যাল কলেজের সামনের সংযোগের আগে আলিপুর (বাকাল-আলিপুর চেকপোস্ট) পর্যন্ত একটি লিঙ্ক রোড তৈরি করে ভোমরা বন্দরের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করলেই আমদানি-রফতানি কাজে ব্যবহৃত যানবাহনগুলো নির্বিঘ্নে চলাচল করতে পারবে। বিপদ ও ঝুঁকিমুক্ত থাকবে মেডিক্যাল কলেজের শিক্ষার্থী এবং চিকিৎসাসেবা নিতে আসা মানুষরা।’ শুধুমাত্র ঈদের জন্য নয়, শহরের যানজট কমাতে বাইপাস সড়কটি জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়ার আহ্বান জানান তিনি।
সাতক্ষীরা সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন বলেন, ‘ঈদে ঘরমুখো মানুষের দুর্ভোগ কমাতে এবং শহরের যানজট নিরসনের লক্ষ্যে সাময়িকভাবে বাইপাস সড়ক খুলে দেওয়া হয়েছে। বাইপাসের কাজ সম্পন্ন হলেও প্রধানমন্ত্রীর উদ্বোধনের অপেক্ষায় আছে।’ ঈদের পরে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এটি উদ্বোধন করবেন বলে জানান তিনি।