বৃহস্পতিবার (৪ জুলাই) বেলা সাড়ে ১১টায় নগরীর বরিশাল ক্লাব মিলনায়তনে আওয়ামী লীগের বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। তৃতীয় বারের মতো সরকার গঠন করার পর বরিশালে আওয়ামী লীগ বিভাগীয় প্রতিনিধি সভার মধ্য দিয়ে বড় ধরনের শো-ডাউন করলো। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি।
এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহম্মেদ এমপি। বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টামণ্ডলীর সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, আইন বিষযক সম্পাদক, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) বাহাউদ্দিন নাসিম, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মি আহমেদ, কার্যনির্বাহী কমিটির সদস্য গোলাম রাব্বানী চিনু, পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম ও বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ প্রমুখ। সভায় বরিশাল বিভাগের বিভিন্ন আসনের এমপি, জেলা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র উপস্থিত ছিলেন।
বিভাগীয় প্রতিনিধি সভা উপলক্ষে অনুষ্ঠানস্থল ও জেলা স্কুল মোড়ে নির্মাণ করা হয়েছে তিনটি বিশাল তোরণ। তোরণগুলো তৈরি করা হয়েছে আওয়ামী লীগের সাংগঠনিক পতাকার আদলে। এছাড়া আশপাশের এলাকায় বিলবোর্ড ও ব্যানারসহ ব্যাপক সাজসজ্জা করা হয়েছে।