নার্স তানিয়া হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

নার্স তানিয়া হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

নার্স শাহিনুর আক্তার তানিয়াকে কিশোরগঞ্জের বাজিতপুরে চলন্ত বাসে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার প্রতিবাদে ও ধর্ষকদের ফাঁসির দাবিতে বরগুনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (১৩ মে) বেলা ১১টায় বরগুনা নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী ও বরগুনা সদর জেনারেল হাসপাতালের সেবক-সেবিকারা হাসপাতালের সামনের সড়কে এ কর্মসূচি পালন করেন।

মানববন্ধন চলাকালীন সমাবেশে বরগুনা জেনারেল হাসপাতালের নার্স তত্ত্বাবধায়ক বুলু রানী শীলের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর হাসপাতালের কনসালটেন্ট মো. কামরুল আজাদ, সেক্টর্স কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ ৭১-এর সভাপতি আনোয়ার হোসেন মনোয়ার, বরগুনা প্রেস ক্লাবের সভাপতি চিত্তরঞ্জন শীল, সিনিয়র নার্স জাকিয়া সুলতানা, নেয়ামুন্নেসা, কনা মজুমদার, নাসরিন আক্তার প্রমুখ।

সমাবেশে বক্তারা সম্প্রতিক সময়ে বাংলাদেশে সংঘটিত সকল ধর্ষণের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নার্স শাহিনুর আক্তার তানিয়ার হত্যাকারীদের ফাঁসির দাবি জানান। একই সঙ্গে দেশের সকল ধর্ষণের ঘটনা দ্রুত বিচার আইনের আওতায় আনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানান তারা।