তানিয়া হত্যাকারীদের ফাঁসির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন

তানিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধনকিশোরগঞ্জের বাজিতপুরে নার্স তানিয়াকে বাসের ভেতর সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার ঘটনায় দোষীদের ফাঁসির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ মে) সকালে স্বাধীনতা নার্সেস পরিষদ (স্বানাপ) ও রাঙামাটি জেনারেল হাসপাতালের নার্সিং কর্মকর্তাদের উদ্যোগে রাঙামাটি জেনারেল হাসপাতালে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।  

মানববন্ধনে রাঙামাটি জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স শুভ্রা রানী বড়ুয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক শওকত আকবর খান। মানববন্ধনে বক্তব্য রাখেন অধ্যক্ষ কৃষ্ণা চাকমাত, সিনিয়র স্টাফ নার্স শাহিদা আক্তার, মিন্টু তালুকদার, মাসুদুর রহমান তালুকদারসহ রাঙামাটি জেনারেল হাসপাতালের কর্মরত নার্সরা।  

এসময় বক্তরা বলেন, নারীদের কর্মক্ষেত্রে নিরাপত্তা এখনো তৈরি করা যায়নি। এটা আসলে একদিনে সম্ভব না। নারীদের কর্মক্ষেত্রে স্বাধীনতার পাশাপাশি তাদের নিরাপদ চলাফেরা নিশ্চিত করতে হবে। তানিয়াকে যারা  ধর্ষণ করে হত্যা করেছে তাদের ফাঁসির দাবি জানাই।ধর্ষণকারীদের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করতে রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাওয়া হবে।