আজ বৃহস্পতিবার (৯ মে) ভোর রাতে হিলি সীমান্তের ঘাসুড়িয়া ও সাতকুড়ি এলাকায় অভিযান চালিয়ে মালামালগুলো উদ্ধার করা হয়।
নায়েব সুবেদার আবু সাঈদ জানান, ভারত থেকে চোরাইপথে অবৈধ মালামাল নিয়ে চোরাকারবারিরা দেশের ভেতরে প্রবেশ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল আজ বৃহস্পতিবার ভোররাতে সীমান্তের সাতকুড়ি ও ঘাসুড়িয়া এলাকায় অভিযান চালায়। এসময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে কয়েকটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তাগুলি উদ্ধার করে তার ভেতর হতে এক হাজার ১৬৫ বোতল ফেনাসিডিল, ভারতীয় উন্নত মানের ৬৩ পিস শাড়ি, এক হাজার ৮০ প্যাকেট আতশবাজি, ওফমল নামের ২৪ হাজার পিস ট্যাবলেট, গরুমোটাতাজাকরণ প্রাকটিন ট্যাবলেট এক লাখ ৯৬ হাজার পিস, ডেক্সন নামের ৬২ হাজার পিস ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালগুলোর বিজিবির নির্ধারিত সিজার মূল্য প্রায় ৯৩ লাখ টাকা। মালামালগুলো হিলি স্থল শুল্ক স্টেশনে জমা দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।