বাংলাবান্ধায় বিজিবি-বিএসএফ দিনব্যাপী সীমান্ত সভা


২২২

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-এর মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ের দিনব্যাপী সীমান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ এপ্রিল) দুপুরে স্থলবন্দরের হলরুমে এই সীমান্ত সম্মেলন শুরু হয়ে বিকাল ৩টায় শেষ হয়।

সভায় বিজিবির পক্ষে ১৪ সদস্যের প্রতিনিধি দলের প্রতিনিধিত্ব করেন ঠাকুরগাঁও সেক্টরের কমান্ডার কর্নেল মোহাম্মদ শামসুল আরেফিন এবং বিএসএফের নেতৃত্ব দেন শিলিগুড়ি সেক্টরের কমান্ডার শ্রী অজিত কুমার।

বিজিবির পক্ষ থেকে সীমান্ত সংক্রান্ত সমস্যা, উভয় দেশের সীমান্ত রক্ষীদের পারস্পরিক সম্পর্কের উন্নয়ন ও সীমান্তে নিরীহ বাংলাদেশিকে গুলি করে হত্যা এবং বিএসএফের পক্ষ থেকে ভারতীয় ভূখণ্ড থেকে বাংলাদেশিদের পাথর উত্তোলন, ভারতীয় চা বাগানের ক্ষতিসাধনসহ দুই দেশের সীমান্ত সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া বৈঠকে চোরাচালান, মাদক, নারী-শিশু পাচার এবং অবৈধ অনুপ্রবেশ বিষয়েও আলোচনা হয়েছে। সভা শেষে বিজিবি ও বিএসএফ একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করে।

১২৩

এর আগে সকাল সাড়ে ১১টায় ১৯ সদস্যের বিএসএফ এর প্রতিনিধি দলটি তেঁতুলিয়ার বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে প্রবেশ করলে বিজিবি কর্মকর্তারা তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। তাদের গার্ড অব অনার প্রদান করা হয়।

পঞ্চগড় বিজিবি-১৮ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ এরশাদুল হক জানান, সীমান্তের যে কোনও সমস্যা আলাপ আলোচনার মাধ্যমে সমাধানে আসতে উভয়পক্ষ একমত পোষণ করেছে। দুপক্ষই একমত হয়ে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছি। আন্তঃসীমান্ত সন্ত্রাস দমনে সীমান্তে যৌথ টহল, নানান সীমান্ত সমস্যা, উভয় দেশের সীমান্তরক্ষীদের সম্পর্ক উন্নয়ন, সীমান্তে নিরীহ বাংলাদেশিকে গুলি না করা, ভারতীয় ভূখণ্ড থেকে বাংলাদেশিদের পাথর উত্তোলন করতে না দেওয়া, ভারতীয় চা বাগানের ক্ষতিসাধন না করাসহ দুই দেশের সীমান্ত সংশ্লিষ্ট নানা বিষয়ে উভয়পক্ষ সম্মত হয়েছে।