এর আগে, স্ত্রীহত্যার দায়ে মিজানুরকে ২০১০ সালে ঝালকাঠির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ফাঁসির দণ্ড দিয়েছিলেন।
মিজানুর ঝালকাঠি উপজেলার পশ্চিম চাঁদকাঠি গ্রামের শরিফ আলীর ছেলে। বর্তমানে তিনি শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভোররাতে মিজানুর বাথরুমে গিয়ে টয়লেট ক্লিনার পান করে অসুস্থ হয়ে পড়ে। তাকে উদ্ধার করে প্রথমে কারা হাসপাতাল এবং পরে শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে এখন তার অবস্থা অনেকটা ভালো।