আখেরি মোনাজাতের মাধ্যমে সা’দ বিরোধীদের ইজতেমার প্রথম পর্ব সমাপ্ত

আখেরি মোনাজাতে মুসল্লিদের অংশগ্রহণদেশ ও মুসলিম উম্মাহর শান্তিকামনা করে আখেরি মোনাজাতের মাধ্যমে সা’দ বিরোধীদের ইজতেমার প্রথম পর্ব শেষ হয়েছে। শনিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল থেকে হেদায়েতি বয়ান এবং মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশের হাফেজ মাওলানা জোবায়ের। সকাল ১০টা ৪২ মিনিট থেকে ১১টা ১০ মিনিট পর্যন্ত ২৮ মিনিট মোনাজাত পারিচালনা করা হয়। মোনাজাতে অংশ নেওয়ার জন্য শনিবার সকাল থেকে মুসল্লিদের ঢল ছিল ইজতেমা ময়দানে। 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ওয়াই এম বেলালুর রহমান জানান, শুক্রবার ভোর থেকেই আখেরি মোনাজাতকে কেন্দ্র করে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। অনেক মুসল্লি হেঁটে ইজতেমা ময়দানে গিয়ে ফজরের নামাজ আদায় করেছেন। শুক্রবার রাত ১২টা থেকে যানবাহন চালাচল বন্ধ থাকায় অনেকে পায়ে হেঁটে মোনাজাতে অংশ নিয়েছেন।