সভা সূত্রে জানা গেছে, তথ্য জমা দেওয়া ছাত্র সংগঠনগুলোর সঙ্গে ধারাবাহিকভাবে সংলাপে বসা হবে। প্রথম দিন বিকাল সাড়ে ৩টায় প্রক্টর দফতরে ছাত্র ফেডারেশনের নেতাকর্মীদের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে এই সংলাপ শুরু হবে। তবে বিশ্ববিদ্যালয়ে সক্রিয় সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো যারা এখনও তাদের গঠনতন্ত্র, নিবন্ধনপত্রসহ প্রয়োজনীয় কাগজ জমা দেয়নি তাদের আগামী সোমবারের (১১ ফেব্রুয়ারি) মধ্যে এসব কাগজ জমা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে সভায়।
এর আগে গত ২২ জানুয়ারি রাকসু সংলাপ কমিটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলোর কাছে তাদের গঠনতন্ত্র ও নিবন্ধনপত্র আহ্বান করে। বিশ্ববিদ্যালয়ের ১০ টি ছাত্রসংগঠন তাদের গঠনতন্ত্র ও কমিটির তালিকা জমা দেয়।