এর আগে দুর্নীতি দমন কমিশন-দুদকের ভুল মামলায় প্রায় তিন বছর কারাভোগের পর উচ্চ আদালতের নির্দেশে মুক্তি পান টাঙ্গাইলের জাহালম। রবিবার (৩ ফেব্রুয়ারি) রাত পৌনে একটার দিকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে জাহালমকে মুক্তি দেওয়া হয়।
জাহালম টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধুবড়িয়া গ্রামের ইউসুফ আলীর ছেলে। কারামুক্তির পর ভোররাতের দিকে বাড়িতে এসে পৌঁছান তিনি।
এ সময় জাহালমের অপেক্ষায় থাকা তার মা, স্ত্রী, ভাইবোনসহ স্বজনদের কান্নায় ভারি হয়ে ওঠে বাড়ির পরিবেশ। পরে জাহালমকে ঘরে তোলার আগে দুধ দিয়ে গোসল করানো হয়। তার মা মনোয়ারা বেগম (৬৫) জানান, ছেলেকে দুধ দিয়ে গোসল করিয়ে মূলত দুদকের ভুলের শুদ্ধি করেছেন তারা।
প্রসঙ্গত, সোনালী ব্যাংকের প্রায় সাড়ে ১৮ কোটি টাকা জালিয়াতির অভিযোগে আবু সালেক নামে এক ব্যক্তির বিরুদ্ধে ৩৩টি মামলা করে দুদক। কিন্তু দুদকের ভুলে সালেকের বদলে বিনা দোষে তিন বছর কারাগারে কাটাতে হয়েছে নরসিংদীর একটি পাটকলের শ্রমিক টাঙ্গাইলের নাগরপুরের বাসিন্দা জাহালমকে। রবিবার (৩ ফেব্রুয়ারি) সোনালী ব্যাংকের ওই অর্থ জালিয়াতির মামলা থেকে অব্যাহতি দিয়ে হাইকোর্ট তাকে মুক্তি দেওয়ার নির্দেশ দেন। পরে কারাগারে কাগজ পৌঁছানোর পর রবিবার রাতেই জেল সুপার তাকে মুক্তি দেন।
জাহালমের ঘটনা তদন্তে দুদকের কমিটি