চট্টগ্রামে ‘বন্দুকযুদ্ধে’ ধর্ষণ মামলার আসামি নিহত

বন্দুকযুদ্ধসংঘবদ্ধ ধর্ষণে অভিযুক্ত শাহাবুদ্দিন নামে এক যুবক পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯ জানুয়ারি) ভোরে নগরীর ফিরিঙ্গিবাজার মেরিনার্স রোডে কোতোয়ালি থানা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তার মৃত্যু হয়।

কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসীন এ তথ্য নিশ্চিত করেছেন। একই ঘটনায় শ্যামল দে নামে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলেও তিনি জানান।

নিহত শাহাবুদ্দিন এবং গ্রেফতার শ্যামল দে দুইজনই পেশায় গাড়িচালক। পুলিশ জানায়, তারা দুইজন গত রবিবার (২৭ জানুয়ারি) এক মাদ্রাসা ছাত্রীকে তুলে নিয়ে অস্ত্রের মুখে ধর্ষণ করে বলে অভিযোগ রয়েছে। সোমবার রাতে তারা ওই মেয়েটিকে আবার তুলে নেওয়ার চেষ্টা করে। এই বিষয়ে ভিকটিম নিজেই বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন।

আজ দুপুর ১২টায় সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।

মোহাম্মদ মহসীন জানান, ‘পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে শাহাবুদ্দীনের মৃত্যু হয়। অভিযান চালিয়ে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ বিষয়ে দুপুর ১২টায় কোতোয়ালি থানায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।’

নিহত শাহাবুদ্দিনের বাড়ি কক্সবাজারের কুতুবদিয়া এলাকায়।