সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন সরদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বাবুল মিয়া। অন্যদের মধ্যে সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ফারজানা জুবাইদি সিমকি, জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি অ্যাডভোকেট দীপক কুমার ঘোষ, সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যাপক উর্মিলা রায়, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. শরিফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।