নড়াইলে কলেজ ছাত্রীর লাশ উদ্ধার, আটক ১

নড়াইলনড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নের কালিনগর গ্রামে নদী থেকে ফাতেমা খানম (২০) নামে এক কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ফাতেমা কালিনগর গ্রামের মোকসেদ মোল্যা ওরফে মখু মোল্যার মেয়ে। তিনি গোপালগঞ্জের একটি কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে অনার্সের শিক্ষার্থী ছিলেন।

নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) রজব আলী জানান, শুক্রবার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে খবর পেয়ে পুলিশ কালিনগর গ্রামের বাড়ির পাশের নালিয়া নদী থেকে ফাতেমার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনাটিকে হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা করছে পুলিশ। ঘটনায় জড়িত সন্দেহে রিপন মোল্লাকে (৩৫) আটক করা হয়েছে।

নিহতের স্বজনরা অভিযোগ করেন, শুক্রবার রিপন কলেজছাত্রী ফাতিমাকে মারপিট করে বাড়ির পাশে নদীতে ফেলে চুবিয়ে হত্যা করে। পরে পুলিশ রাতে কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করে।

নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) রজব আলী জানান, ‘আটক রিপন পুলিশের কাছে কলেজ ছাত্রী ফাতেমাকে খুনের বিষয়টি স্বীকার করেছে। এ ব্যাপারে নড়াগাতি থানায় মামলা দায়ের হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য শনিবার নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’