নওগাঁ শহরে ৭০ লাখ টাকা বাজেটের আন্ডারপাস নির্মাণ শুরু

1111111

নওগাঁ শহরে ৭০ লাখ টাকা বাজেটের আন্ডারপাস নির্মাণ শুরু হয়েছে। বগুড়া-নওগাঁ-পত্নীতলা-ধামইরহাট-জয়পুরহাট সড়কের নওগাঁ শহরের ব্রিজের মোড় স্বাধীনতা ভাস্কর্য সংলগ্ন ওষুধপট্টি-সুপারিপট্টি সংযুক্ত এই আন্ডারপাসটি নির্মাণ করছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ।

সোমবার (১৪ ডিসেম্বর) বিকাল ৪টায় প্রধান অতিথি হিসেবে এই আন্ডারপাস নির্মাণ কাজের উদ্বোধন করেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন। এসময় আরও উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. হামিদুল হক।

সংসদ সদস্য নিজাম উদ্দিন জলিল জন বলেন, ‘আমার বাবা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল জলিল নওগাঁর জন্য অনেক কাজ করে গেছেন। দীর্ঘদিন নওগাঁসহ দেশের মানুষের সেবা করেছেন। বাবার মত আমিও দীর্ঘদিন মানুষের সেবা করে যেতে চাই।’