ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর স্ট্যাটাস দেওয়ায় চট্টগ্রামে গ্রেফতার ১

চট্টগ্রামসামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মানহানিকর ছবি প্রকাশ ও আপত্তিকর মন্তব্য করায় তোফাজ্জল হোসেন হেলাল (৪০) নামে একজনকে আটক করেছে র‍্যাব। মঙ্গলবার (৮ জানুয়ারি) মধ্যরাতে নগরীর চান্দগাঁও থানাধীন বলিরহাট এলাকা থেকে তাকে আটক করা হয়। র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাশকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

আটক মো. হেলাল বলিরহাট এলাকার বাসিন্দা নাছিরের ছেলে।

মাশকুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, সোহেলের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য এবং তাদের ছবি বিকৃত করার অভিযোগ ছিল। রাতে বলিরহাট এলাকায় তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।