সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলম জানান, কোনও আসনে প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ পেলে ওই প্রার্থী জামানত ফেরত পাবেন। না পেলে তার জামানত বাজেয়াপ্ত হবে।
সংসদীয় আসন-২৬৮, নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী আংশিক) আসনে আওয়ামী লীগ প্রার্থী এইচ এম ইব্রাহীম বিজয়ী হয়েছেন। এ আসনে জামানত হারিয়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, বিকল্পধারার সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মো. ওমর ফারুক, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের মো. শাহ আলম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. জিয়াউল হক, জাতীয় পার্টির আবু নাছের ওয়াহেদ ফারুক, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর একেএম এরফান খান ও স্বতন্ত্র প্রার্থী বোরহান উদ্দিন।
সংসদীয় আসন-২৬৯, নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনে আওয়ামী লীগ প্রার্থী মোরশেদ আলম বিজয়ী হয়েছেন। এ আসনে জামানত হারিয়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুক, জাতীয় পার্টির হাসান মঞ্জুর, প্রগতিশীল গণতান্ত্রিক দলের আবদুল্লাহ-আল-মামুন, ন্যাশনাল পিপলস পার্টির মো. নজরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের খলিলুর রহমান, বাংলাদেশ মুসলিম লীগের হাছিবুল হাসান এবং বাংলাদেশ জাতীয় পার্টির মোহাম্মদ মমিন উল্যাহ।
সংসদীয় আসন-২৭০, নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে আওয়ামী লীগ প্রার্থী মামুনুর রশিদ কিরন বিজয়ী হয়েছেন। জেলার বিএনপি প্রার্থী এবং বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্যা বুলু জামানত রক্ষা করেছেন। এ আসনে জামানত হারিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মো. নূর উদ্দিন, জাকের পার্টির মুহাম্মদ বাহার উদ্দিন, জাতীয় পার্টির ফজলে এলাহি সোহাগ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মজিবুল হক মজিব, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. ওমর ফারুক মিয়া ও গণতন্ত্রী পার্টির মানিক লাল দাস।
সংসদীয় আসন-২৭১, নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনে আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরী বিজয়ী হয়েছেন। এ আসনে জামানত হারিয়েছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান, জাতীয় পার্টির মোবারক হোসেন আজাদ, ইসলামি আন্দোলন বাংলাদেশের আবদুল হান্নান, বাংলাদেশ খেলাফত মজলিশের আবদুল আলী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের ফরিদ মিয়া, বাম গণতান্ত্রিক জোটের মো. মহিন উদ্দিন চৌধুরী এবং বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) সামসুন নাহার।
সংসদীয় আসন-২৭২, নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে আওয়ামী লীগ প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিজয়ী হয়েছেন। এ আসনে জামানত হারিয়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, জাতীয় পার্টির মোহাম্মদ সাইফুল ইসলাম স্বপন (যিনি আগে ওবায়দুল কাদেরের সমর্থনে প্রত্যাহার করে নেন), ইসলামী ফ্রন্ট বাংলাদেশের মোহাম্মদ সামছুদ্দোহা, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) মমতাজ বেগম, বাম গণতান্ত্রিক জোটের সিরাজ উল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশের আবু নাছের এবং স্বতন্ত্র প্রার্থী গাজী মো. জুলফিকার হায়দার।
সংসদীয় আসন-২৭৩, নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে আওয়ামী লীগ প্রার্থী আয়েশা ফেরদাউস বিজয়ী হয়েছেন। এ আসনে জামানত হারিয়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম, জাতীয় পার্টির নাছিম উদ্দিন মো. বায়েজিদ, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মোহাম্মদ মোজাম্মেল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের সফি উল্যাহ্ আল মুস্তফা, স্বতন্ত্র মোহাম্মদ আলী, আবু সাঈদ মোহাম্মদ নোমান ও মোহাম্মদ কেফায়েত উল্যাহ।