বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি আবদুল হাই এ প্রসঙ্গে বলেন, ‘এখনও রাতে বিএনপি কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হচ্ছে। সেনাবাহিনী নামলে পরিস্থিতি শান্ত হবে ভেবেছিলাম, কিন্তু তা হয়নি। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতে পারছি না, বাধা দেওয়া হচ্ছে। ভোটারদের কাছে অন্তত একটি মোবাইল ফোন কলের মাধ্যমে বার্তাটুকু পৌঁছাক।’
মুন্সীগঞ্জ-৩ আসনের একাধিক প্রার্থী জানান, সকাল থেকেই ভোটারদের কাছে মোবাইলে অডিওবার্তার মাধ্যমে ভোট চেয়েছেন আবদুল হাই।
অডিওবার্তায় ভোটারদের সালাম দিয়ে তিনি বলছেন, ‘আপনাদের ভোটে নির্বাচিত পাঁচবারের সাবেক সংসদ সদস্য। এলাকার উন্নয়নের জন্য ৩০ তারিখের নির্বাচনে আপনাদের ভোট ও দোয়া চাই।’