এ সময় দুপচাঁচিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মাহবুবার রহমান তালুকদার মুকুল, সাবেক সহকারী কমান্ডার বেলাল হোসেন, উপজেলা নাগরিক কমিটির সভাপতি আবদুল বাছেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে মোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটযুদ্ধ হবে মূলত মহাজোট সমর্থিত বর্তমান সংসদ সদস্য জাতীয় পার্টির নেতা অ্যাডভোকেট নুরুল ইসলাম তালুকদার ও জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত বিএনপি প্রার্থী মাছুদা মোমিনের মধ্যে। মাছুদা মোমিন ওই আসনে বিএনপির সাবেক এমপি ও যুদ্ধাপরাধ মামলার আসামি আবদুল মোমিন তালুকদার খোকার স্ত্রী। ওয়ারেন্ট হবার পর পলাতক রয়েছেন খোকা। স্থানীয় মুক্তিযোদ্ধারা যুদ্ধাপরাধ মামলার আসামি ও তাদের পরিবারের সদস্যদের প্রার্থী না করতে দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু ওই আসনে যুদ্ধাপরাধ মামলার আসামি খোকার স্ত্রীকে বিএনপির মনোনয়ন দেওয়ায় মুক্তিযোদ্ধাদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
মুক্তিযোদ্ধা সরওয়ার খান জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়নে ও তার সুযোগ্য কন্যা বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার মতাদর্শ বাস্তবায়নে যুদ্ধাপরাধী ও রাজাকারদের ভোট না দিতে এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও মহাজোট প্রার্থীদেরকে বিজয়ী করতে ব্যক্তিগত উদ্যোগে তিনি বগুড়া ও জয়পুরহাটে লিফলেট বিতরণ করছেন।