তারামন বিবি আর নেই

বীরপ্রতীক তারামন বিবিবীরপ্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা তারামন বিবি মারা গেছেন। শুক্রবার (৩০ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে নিজ বাড়িতে শ্বাসকষ্টজনিত কারণে তিনি মারা যান। তারামন বিবির ছেলে আবু তাহের এ তথ্য জানিয়েছেন।

আবু তাহের বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মা দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্টে ভুগছিলেন। সম্প্রতি তাকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে চিকিৎসা শেষে গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। এরপরও শ্বাসকষ্ট কমছিল না। এই শ্বাসকষ্টজনিত কারণেই তিনি মারা গেছেন।’

প্রসঙ্গত, বীরপ্রতীক তারামন বিবির আসল নাম তারামন বেগম। তার জন্ম কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলার কাচারিপাড়ায়। তার বাবার নাম আবদুস সোহবান এবং মায়ের নাম কুলসুম বিবি। তার স্বামীর নাম আবদুল মজিদ। তিনি এক ছেলে ও এক মেয়ের জননী। মুক্তিযুদ্ধের সময় ১১নম্বর সেক্টরের হয়ে তারামন বিবি মুক্তিবাহিনীর জন্য রান্না, তাদের অস্ত্র লুকিয়ে রাখা,পাকিস্তানি বাহিনীর খবর সংগ্রহ করাসহ সম্মুখযুদ্ধে অংশ নেন। মুক্তিযুদ্ধে সাহসিকতাপূর্ণ অবদানের জন্য ১৯৭৩ সালে বাংলাদেশ সরকার তাকে বীরপ্রতীক খেতাবে ভূষিত করে।