যশোর জেলা জামায়াতের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য মুহাদ্দিস আবু সাঈদ মো. শাহাদৎ হুসাইনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকালে সদর উপজেলার রূপদিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। নরেন্দ্রপুর ফাঁড়ির এসআই সোহরাব হোসেন এ খবর নিশ্চিত করেন।
জেলা জামায়াতের নায়েবে আমির মুহাদ্দিস আবু সাঈদ যশোর শহরের পদ্মবিলা সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ। তিনি যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সাবেক সংসদ সদস্য।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল ৩টার দিকে পদ্মবিলা সিনিয়র মাদ্রাসা থেকে ঝিকরগাছার বাঁকড়ার নিজ বাড়িতে ফেরার সময় রূপদিয়া বাজারের কাছে মুহাদ্দিস আবু সাঈদকে গ্রেফতার করে নরেন্দ্রপুর ফাঁড়ির পুলিশ।
এসআই সোহরাব হোসেন বলেন, ‘মুহাদ্দিস সাঈদের বিরুদ্ধে বেশ কয়েকটি নাশকতার মামলা রয়েছে। সে কারণে তাকে গ্রেফতার করা হয়েছে।’
একই তথ্য জানান যশোর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমল হুদা। তিনিও বলেন, ‘নাশকতার মামলায় আবু সাঈদকে গ্রেফতার করা হয়েছে।’