বাংলাদেশপন্থী কোনও রাজনৈতিক দল নেই: আনু মুহাম্মদ

অধ্যাপক আনু মুহাম্মদ

বাংলাদেশপন্থী কোনও রাজনৈতিক দল নেই বলে মন্তব্য করেছেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ। তিনি বলেছেন, ‘দেশে ভারতপন্থী, পাকিস্তানপন্থী, চীনপন্থী, রাশিয়াপন্থী আর মার্কিনপন্থী রাজনৈতিক দল থাকলেও বাংলাদেশপন্থী কোনও দল দেখা যায় না। তাই এসব দল দেশের জনগণের কাজ করার জন্য কোনও নীতিমালাও গ্রহণ করে না। এরা বিদেশি প্রভুদের সন্তুষ্ট রাখতেই ব্যস্ত থাকে।’

বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে রংপুর টাউন হলে ‘নদী বাঁচাও, কৃষক বাঁচাও, দেশ বাঁচাও’ শীর্ষক এক কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিস্তাসহ ৫৪টি অভিন্ন নদীর পানি একতরফাভাবে ভারতের প্রত্যাহার করে নেওয়া এবং এ ব্যাপারে বাংলাদেশ সরকারের নতজানু নীতির প্রতিবাদে ওই কনভেনশনের আয়োজন করা হয়।

অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ‘ভারত তাদের উজানে গজল ডোবা ও সিকিমসহ বিভিন্ন স্থানে তিস্তা নদীর ওপর বেশ কিছু বাঁধ নির্মাণ করায় তিস্তা নদীর পানিপ্রবাহ একেবারে কমে গেছে। প্রমত্তা তিস্তা এখন মরা খালে পরিণত হয়েছে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিস্তা নিয়ে চুক্তি করবেন বলে ঘোষণা দিয়েছেন। কিন্তু কিসের ভিত্তিতে এ চুক্তি হচ্ছে তা আগে দেশের জনগণকে জানাতে হবে।’

তিনি আরও বলেন, ‘ভারত যদি আগেভাগেই নদীর ৫০ থেকে ৬০ ভাগ পানি প্রত্যাহার করে নেয়, আর তারপর অবশিষ্ট ৪০ ভাগ নিয়ে চুক্তি হয়, তবে তা রংপুরসহ উত্তরাঞ্চলের কোটি কোটি মানুষের স্বার্থের পরিপন্থী হবে। এমন চুক্তি দেশের জনগণ কখনই মেনে নেবে না। তাই চুক্তি করার আগে একতরফাভাবে ভারতের পানি প্রত্যাহারের বিরুদ্ধে সরকারকে আরও প্রতিবাদী হতে হবে।’

বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) (মার্কসবাদী) এ কনভেনশনের আয়োজন করে। এতে আহসান হাবিব সাইদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জল পরিবেশ ইন্সটিটিউটের চেয়ারম্যান প্রকৌশলী ম ইনামুল হক, নদী গবেষক মাহবুব ছিদ্দিকীসহ অনেকে।

/এমএ/