অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখার প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল হয়ে ওঠায় মহেশখালীর এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে। এর ফলে ঢাকাসহ তিতাসের অধীন বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কম থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কোম্পানি।
শনিবার (১৩ মে) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণে এলএনজি সরবরাহ কমে যাওয়ায় তিতাস অধিভুক্ত এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করবে। এলএনজি সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত গ্যাসের স্বল্প চাপ থাকবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, ঝড়ের প্রভাবে সাগর এখন উত্তাল। এজন্য কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্রবন্দরগুলোকে ৮ নম্বর মহাবিপদ সংকেত এবং পায়রা ও মোংলা সমুদ্রবন্দরগুলোকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদফতর। এ কারণে মহেশখালির দু'টি ভাসমান এলএনজি টার্মিনাল হতে গতকাল শুক্রবার ১২ মে রাত ১১টা থেকে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। ফলে চট্টগ্রাম ও কুমিল্লা অঞ্চলে শনিবার গ্যাস সরবরাহ বিঘ্নিত হবে বলে আগেই জানিয়েছিল বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।