স্মারক স্বর্ণমুদ্রার দাম বাড়লো

আন্তর্জাতিক ও দেশীয় বাজারে স্বর্ণের মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে স্মারক স্বর্ণমুদ্রার দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এবার প্রতিটি স্বর্ণমুদ্রার মূল্য ১৫ হাজার টাকা বাড়িয়ে ১ লাখ ৫০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

শনিবার (২০ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের কারেন্সি ম্যানেজমেন্ট বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানায়, নতুন দাম আজ থেকেই কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২২ ক্যারেট মানের প্রতিটি স্মারক স্বর্ণমুদ্রার ওজন ১০ গ্রাম এবং মুদ্রাগুলো বিশেষ ডিজাইনে তৈরি। এর আগে এসব মুদ্রা বিক্রি হতো ১ লাখ ৩৫ হাজার টাকায়। এছাড়া, ফাইন সিলভার দিয়ে তৈরি স্মারক রৌপ্যমুদ্রার দামের বিষয়ে এখনও কোনও পরিবর্তনের ঘোষণা আসেনি।

বাংলাদেশ ব্যাংক জানায়, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বাড়তে থাকায় কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রিত স্বর্ণমুদ্রার মূল্য সমন্বয় করা হয়েছে। স্মারক মুদ্রাগুলো মূলত উপহার, সম্মাননা বা সংগ্রহযোগ্য বস্তু হিসেবে ব্যাপক চাহিদাসম্পন্ন।

উল্লেখ্য, এর আগে ১৬ ফেব্রুয়ারি সর্বশেষ দাম বৃদ্ধি করে স্বর্ণমুদ্রার মূল্য ১ লাখ ৩৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছিল।