সাউথ বাংলা ব্যাংকের এমডির পদত্যাগ

বিভিন্ন অনিয়মে সম্পৃক্ততার অভিযোগ ওঠায় সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের এমডি হাবিবুর রহমান পদত্যাগ করেছেন। সোমবার (১৭ মার্চ) ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছে।

এমডি হিসেবে হাবিবুর রহমানের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল আগামী ডিসেম্বরে। রবিবার (১৬ মার্চ) ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় পদত্যাগপত্র দিলে তা গ্রহণ করা হয়। তবে আগামী এক মাস পরে তার পদত্যাগ কার্যকর হবে।

এর আগে ২০২৩ সালের সেপ্টেম্বরে  হাবিবুর রহমান পদত্যাগপত্র জমা দিয়ে পরে আবার তা প্রত্যাহার করেন।

২০১৩ সালে সাউথ বাংলা ব্যাংকের যাত্রা শুরুর পর থেকে বেশিরভাগ এমডি মেয়াদ শেষের আগেই পদত্যাগ করেছেন। যাত্রা শুরুর সময় ব্যাংকটির চেয়ারম্যান ছিলেন এসএম আমজাদ হোসেন। বিভিন্ন পক্ষের দ্বন্দ্বে তিনি পদত্যাগ করার পর চেয়ারম্যান হন বিতর্কিত ব্যবসায়ী থার্মেক্স গ্রুপের চেয়ারম্যান আব্দুল কাদির মোল্লা। তারপর ২০২৩ সালের আগস্টে ব্যাংকটির নতুন চেয়ারম্যানের দায়িত্ব নেন এ জেড এম শফিউদ্দিন শামীম। তিনি ২০২৪ সালের জানুয়ারিতে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে এমপি হন। শামীম পলাতক থাকায় গত সেপ্টেম্বরের পর্ষদ সভায় নতুন চেয়ারম্যান নির্বাচিত করা হয় ইঞ্জিনিয়ার মো. মোখলেসুর রহমানকে।