বন্যার্তদের সহায়তায় ১০ কোটি টাকা অনুদান দেবে ইসলামী ব্যাংক

দেশের বিভিন্ন জেলায় বন্যার্ত মানুষের সহায়তায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে ১০ কোটি টাকা অনুদান দেবে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। 

মঙ্গলবার (২৭ আগস্ট) ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত ব্যাংকের বোর্ড অব ডিভার্চুয়াল প্লাটফর্মে ইসলামি ব্যাংকের ব্যাংকের বোর্ড অব ডিরেক্টরদের সভারেক্টরসের সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যান মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদের সভাপতিত্বে সভায় স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, মো. আবদুল জলিল, ড. এম মাসুদ রহমান, মো. আবদুস সালাম, ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা ও কোম্পানি সেক্রেটারি (চলতি দায়িত্ব) মোহাম্মদ জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগে ব্যাংকের কর্মকর্তা- কর্মচারীরা বন্যার্তদের জন্য তাদের ২ দিনের বেতনের সমপরিমাণ ৫ কোটি টাকার অনুদান প্রদান করেছে। সভায় ব্যাংকের পলিসি সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।