রাষ্ট্র মালিকানাধীন সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী পদত্যাগ করেছেন। সোমবার (১৯ আগস্ট) জিয়াউল হাসান সিদ্দিকী অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কাছে তার পদত্যাগপত্র জমা দেন। মঙ্গলবার (২০ আগস্ট) আর্থিক প্রতিষ্ঠান বিভাগ তার পদত্যাগপত্র গ্রহণ করেছে বলে উপসচিব আফসানা বিলকিসের সই চিঠিতে জানানো হয়েছে।
সোমবার পদোন্নতি ও চাকরি স্থায়ী করার দাবিতে সোনালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের একটি অংশ চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকীকে ব্যাংকটির প্রধান কার্যালয়ে তার দফতরে ঘেরাও করে রাখেন। সোমবার দুপুর থেকে সন্ধ্যার পর পর্যন্ত কর্মকর্তা-কর্মচারীরা চেয়ারম্যানের দফতরে গিয়ে অবস্থান নেন।
চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী কর্মকর্তা-কর্মচারীদের কাছে মঙ্গলবার পর্যন্ত সময় চান। তিনি বলেন, মঙ্গলবার ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা আছে। ওই সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হবে। কিন্তু কর্মকর্তা-কর্মচারীরা চেয়ারম্যানের মৌখিক আশ্বাসে ভরসা না করে তাকে তাৎক্ষণিক সিদ্ধান্তের জন্য চাপ দেন। এরপর সেনাবাহিনীর সহায়তায় তিনি সন্ধ্যার পর সোনালী ব্যাংক থেকে বের হয়ে আসেন।