দুর্গাপূজায় গার্মেন্টস খোলা, তবে ছুটি পাবেন সনাতন ধর্মাবলম্বীরা

দুর্গাপূজা চলাকালে দেশের সব পোশাক কারখানা শ্রম আইন মেনে স্ব স্ব ছুটির ক্যালেন্ডার অনুযায়ী চালু থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)। তবে এসময় সনাতন ধর্মাবলম্বীরা ছুটি ভোগ করবেন বলে জানিয়েছে সংগঠনটি।

বুধবার (৯ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ফলে আগামী ১০ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পূজা চলাকালে দেশের সব পোশাক কারখানা চালু থাকছে।
 
এর আগে, গত ৮ অক্টোবর নির্বাহী আদেশে আগামী ১০ অক্টোবর দেশব্যাপী সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। আর রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
 
এতে বলা হয়, সরকার দুর্গাপূজা উপলক্ষে ১০ অক্টোবর নির্বাহী আদেশে দেশব্যাপী সাধারণ ছুটি ঘোষণা করলো। সাধারণ ছুটিকালীন সময়ে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে।