সয়াবিন তেলের দাম বাড়ানোয় ভোক্তাদের কষ্ট হবে: শেখ বশিরউদ্দিন

সয়াবিন তেলের দাম বাড়ানোর ফলে ভোক্তাদের কিছুটা কষ্ট হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি বলেছেন, এটা সাময়িক।  
 
মঙ্গলবার (১৫ এপ্রিল) সচিবালয়ে ভোজ্যতেলের আমদানি ও সরবরাহসহ সার্বিক বিষয়ে আয়োজিত পর্যালোচনা সভা শেষে তিনি গণমাধ্যমকর্মীদের এ কথা বলেন। 
 
বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, বাজারে আরও বেশি সংখ্যক ব্যবসায়ী যুক্ত করা হচ্ছে। প্রতিযোগিতামূলক বাজারে সয়াবিন তেলের দাম কমেও যেতে পারে।
 
তিনি বলেন, স্থানীয় বাজার থেকে ভোজ্যতেলের জোগান বাড়াতে এরইমধ্যে দুইটি তেল কোম্পানি তেল উৎপাদন শুরু করেছে। আরও ৬-৭টি তেল কোম্পানি তেল উৎপাদনের প্রক্রিয়ায় আসবে খুব তাড়াতাড়ি।